মুর্শিদাবাদেও সম্ভব দেহদান। । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহদানে উৎসাহ দিতে সেমিনার করা জানালেন চিকিৎসকরা। মৃত্যুর পরেও দেহের ফুস্ফুস, কিডনি , পাঙ্ক্রি, লিভার ,বিশেষ ক্ষেত্রে হৃৎপিণ্ড ও দান করা যেতে পারে । একটি শরীর থেকে বাঁচতে পারে ৮ টি জীবন , এমনটাই জানাচ্ছেন ডাক্তাররা । সোমবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা উৎসাহ দিলেন দেহ দানে । এদিন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর স্টেট ট্র্যান্সপ্ল্যান্ট, অর্পিতা রায় চৌধুরী ।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এর এম এস ভি পি ডাঃ এ কে বেরা জানান ,”ভারতবর্ষে প্রায় ১.৫ লক্ষ মানুষ নাম লিখিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ,সেদিক থেকে ডোনার এর সংখ্যা ১০০০০ ।দেহদানে যদি সচেতনতা বৃদ্ধি করা যায় তা ভালো । এদিন জেলার বিভিন্ন নার্সিং হোমের কর্মচারীরাও উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্রে জানানো হয়, এদিন তিন জন দেহদানের চুক্তি পত্রে স্বাক্ষর করেন । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এর পক্ষ থেকে তাঁদের সংবর্ধনাও জানানো হয়।