
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৪ এপ্রিলঃ ‘টুম্পা’ গান দেহরক্ষীর নাচ থেকে হামলার অভিযোগ ; রানিনগরের কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগমকে ঘিরে উত্তপ্ত জেলার রাজনীতি।
মঙ্গলবার সন্ধেতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন রানিনগরের কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ চারজন তৃণমূল কংগ্রেস কর্মীকে আটকও করে ।
তবে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, তাদের কর্মীদেরও মারধর করেছে কংগ্রেস। মাথা ফেটেছে স্থানীয় তৃণমূল নেতার। তারাও কংগ্রেস প্রার্থী ও তাঁর নিরাপত্তারক্ষীর গ্রেপ্তারের দাবি তুলেছে।
তবে ঘটনায় সক্রিয় হয়েছে প্রশাসনও। সুত্রের খবর, সোমবার কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগমের প্রচার মিছিলে তাঁর নিরাপত্তারক্ষী সজল মণ্ডল পুলিশি ড্রেস পরে নাচানাচি করছিলেন সেই ভিডিও ভাইরাল হতেই জেলা পুলিশ সুপার ওই নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেন, কিন্তু ওই নিরাপত্তারক্ষী সরে যাওয়ার আদেশ দেন। আদেশ মানতে না চাওয়ায় গতকাল বিকেলেই তাঁকে সাসপেন্ড করা হয়।
তবে মঙ্গলবার ওই দেহরক্ষীর দিকেই হামলার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
কিন্তু তারপরেও ওই নিরাপত্তারক্ষী কীভাবে ফিরোজা বেগমের সঙ্গে প্রচারে গেলেন ও তৃণমূল কর্মীদের ওপর হামলা করলেন সে নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব।
এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেনের দাবি, মঙ্গলবার মদ্যপ ছিলেন ফিরোজা বেগমের নিরাপত্তারক্ষী। তিনি হামলা করেছেন কংগ্রেস কর্মীদের উপর।
রানিনগরের কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম অবশ্য বলেন, সরকারি দলের মদতে প্রশাসনিক ভাবে আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য আমাদের ওপরে পরিকল্পিত ভাবে আক্রমণ করা হয়েছে। নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে অবশ্য কিছু জানেননা বলেই জানান ফিরোজা।

ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি ফিরোজার উপর হামলার অভিযোগ এনে বলেন, ” স্থানীয় প্রশাসনের একটা অংশের মদতে হচ্ছে, এটা কিন্তু আজকে স্পষ্ট। আমাদের প্রার্থী সে রানিং এমএলএ, রানিং এমএলএ র উপরে হামলা সে একজন মহিলা, তাঁর উপরে হামলা করছে তৃণমূলের হার্মাদরা”
রানিনগরেই এই ঘটনায় তুঙ্গে উঠেছে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস তরজা।















