ঘটকের শহরে ঘটনা। ঋত্বিক ঘটকের শহর বহরমপুরে দেশ বিদেশের সিনেমার কার্নিভাল। টিম চলচ্চিত্র চর্চার উদ্যোগে ২ থেকে ৫ সেপ্টেম্বর বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে হয়ে গেল ছোট্ট ফিল্ম ফেস্টিভাল।
কোন ভাবনা থেকে এই বছরের চলচিত্র উৎসব ? ফিল্ম ফেস্টিভালের কনভেনার দেবনিল জানান , ‘যারা হয়ত ভাল সিনেমা দেখতে চান অথচ সময়, সামর্থ্য হয়না তাদের কথা ভেবে এই ফেস্টিভ্যাল। এবং যারা সিনেমা প্রেমী মানুষ,সিনেমা ভালবাসেন তাদের জন্য এই ফেস্টিভাল” ।মানুষজন বেশ আনন্দের সাথেই আসছেন ফেস্টিভালে ।উদ্দেশ্য একটাই মানুশ কে ভাল ছবি দেখানো ।
ফিল্ম ফেস্টিভালের সদস্য সায়ন্তন জানান “ যে ছবি আমাদের কথা বলে ,সময়ের দলিল সেসব ছবিই আমরা দেখানর ব্যবস্থা করেছি” ।
মনি কাউল, গোভিন্দন্ অরভিন্দন্, গিরিশ কাসারাভল্লি ও আদুর গোপালাকৃষ্ণনের একটি করে ছবি দেখানো হয়েছে এই ফেস্টিভালে। এছাড়াও মিশেল ডুডক, তাকাশি মিকে, স্ট্যানলি কুবরিক, রবার্ট ব্রেসের সিনেমা দেখানো হয় ফেস্টিভালে। ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফারদের ছবির স্টলও রাখা হয়েছে। দর্শকরা ছবি সংগ্রহ করতে পারছেন ।
উদ্যোক্তরা জানান, ভালো ছবি দেখান, ছবি নিয়ে আলোচনার জন্যই এই উদ্যোগ।