দেশে সক্রিয় করোনা রোগী ৮ লক্ষেরও কম, তবু মানুন সতর্কতা বলছেন এক্সপার্টরা

Published By: Madhyabanga News | Published On:

 

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৮জুনঃ দেশে সক্রিয়া করোনা রোগীর সংখ্যা বা অ্যাকটিভ কেসলোড কমে নামল ৮ লক্ষের নীচে। অ্যাকটিভ রোগীর সংখ্যা বর্তমানে ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬। শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০ জন।  দেশে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ২,৮৫,৮০,৬৪৭ জন। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৮ হাজারেরও বেশি  মানুষ।

শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেবে দেশে প্রায় ২৭.৯০ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে এই তথ্য দেওয়া হয়েছে।

তবে এখনও কড়া সতর্কতা মেনে চলার নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক এবং এক্সপার্টরা। মাস্ক , স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বিধি পালনের কড়া নির্দেশ রয়েছে।