দেশের জন্য প্রাণ নিয়েছিলেন ওঁরা !  শহীদ পরিবারকে সম্মাননা জানাল এনসিসি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কেউ  ৯৯ এর কার্গিল যুদ্ধে শ্রীনগরে শহীদ হয়েছে,   কেউ কাশ্মীর, কেউ ৮৮ সালে শ্রীলংকায় প্রাণ নিয়েছেন , কেউ ৮৯ এর সিয়াচেনের গ্লেশিয়ারে তুষার ঝড়ে হারিয়ে গিয়েছেন  সমস্ত ঘটনা যেন মিলেমিশে একাকার হয়ে গেল ।  ছোট্ট বেলায় হারানো বাবাকে, অল্প বয়সেই স্বামী হারানোর শোক, সন্তানকে হারানোর বেদনা- ভারাক্রান্ত মনে কেউ এলেন বেলডাঙা কেউ এলেন রেজিনগর থেকে। অশক্ত শরীর, বুকে পাথর নিয়ে এরা এসেছেন শহীদের প্রতিনিধি হিসেবে। শুক্রবার বহরমপুরে নাইন বেঙ্গল এন সি সি কল্যাণী ইউনিটের তরফে শহীদদের স্মরণ করে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হল বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে, এদিন মুর্শিদাবাদের চার শহীদ পরিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শহীদদের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এন সি সি -র তরফে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয় শহীদদের সাথে- শত প্রনাম। সম্মাননা জ্ঞ্যাপন অনুষ্ঠানে নাইন বেঙ্গল ব্যাটিলিয়নের কর্নেল, উচ্চ পদস্থ আধিকারিক ও এনসিসি কর্মীরা উপস্থিত ছিলেন।