এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

দেওয়ালে তৃণমূল প্রার্থীর নামে ঢালা হল গেরুয়া রঙ ! তরজা বহরমপুরে

Published on: March 19, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৯ মার্চঃ বিধানসভার প্রচার শুরুতেই সরগরম বহরমপুর । দেওয়াল লিখন নিয়ে এবার বহরমপুরে তরজা তৃণমূল কংগ্রেস আর বিজেপি’তে।  বহরমপুরের নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের নামের ওপর গেরুয়া রঙ ঢেলে দেওয়ার অভিযোগ আনল  তৃণমূল।

বৃহস্পতিবার  রাতের অন্ধকারে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস নেতাদের  অভিযোগ, বহরমপুর পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডে নিরুপমা দেবী রোডে রাতের অন্ধকারে বিরোধীরা চক্রান্ত করে এই কাণ্ড ঘটিয়েছে।
তৃণমূলের এই অভিযোগ মানতে অস্বীকার করেছে  বিরোধী শিবির। বিজেপির পাল্টা কটাক্ষ, বহরমপুরে তৃণমূল প্রতিযোগীই  নয়।
তীব্র কটাক্ষ করেছে  কংগ্রেসেরও। কংগ্রেস নেতাদের  দাবি,দেউলিয়ার রাজনীতি করে না কংগ্রেস।
অভিযোগ, পাল্টা অভিযোগে ভোটের আগে সরগরম বহরমপুরের রাজনৈতিক আবহাওয়া।

কার দেওয়ালের রঙ কোনদিকে গড়ায় , সেটাই দেখার অপেক্ষায় শহরবাসী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now