দুয়ারে সরকার নতুন প্রকল্প কী কী ? প্রথম দিনেই ৭৫ টি ক্যাম্প মুর্শিদাবাদে

Published By: Madhyabanga News | Published On:

১৬ তারিখ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান ১৬ আগস্ট থেকে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।  প্রথম দিনেই মুর্শিদাবাদে ৭৫ টি ক্যাম্প হবে। এই বছর দুয়ারে সরকারের মুখ্য আকর্ষণ ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প।

দুয়ারে সরকারে যে পরিষেবাগুলি পাওয়া যাবে সেগুলি হলঃ স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্য সাথী, শিক্ষাশ্রী, জাতিগত শংসাপত্র, তপশিলি বন্ধু, জয় জোহর, মানবিক, ১০০ দিনের কাজ, ঐকশ্রী।

এই বছর নতুন করে যে প্রকল্প বা পরিষেবাগুলি যুক্ত হচ্ছে সেগুলি হলঃ লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু (নতুন), বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (পাসবই আপডেট) , কৃষি জমির মিউটেশন এবং জমির রেকর্ডের ছোটখাটো ভুল সংশোধন, ব্যাঙ্ক (নতুন অ্যাকাউন্ট খোলা) ও আধার সংক্রান্ত সহায়তা।

 

See also  SENSIT Rapid COVID-19 Ag Kit দিয়ে কম সময়ে কীভাবে করবেন কোভিড পরীক্ষা ?