দুয়ারে ভোট বিধায়ককে বাদ দিয়েই বিধানসভা ভোটের কর্মীসভা মুর্শিদাবাদে 

Published By: Madhyabanga News | Published On:

অরুণ দাস : জিয়াগঞ্জ ২রা মার্চ –  বহিরাগত নয় ভূমিপুত্র চাই’! ফের সরব মুর্শিদাবাদ বিধানসভার তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ অংশ। এই নিয়ে  ভোটের আগে মুর্শিদাবাদ বিধানসভায় ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।  মঙ্গলবার বিকেলে জিয়াগঞ্জে তৃণমূল নেতা কর্মীরা স্থানীয় বিধায়ককে বাদ দিয়ে কর্মী সভায় মিলিত হলেন জিয়াগঞ্জের একটি প্রেক্ষাগৃহে। এই সভায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ- আজিমগঞ্জ পৌরসভা ও মুর্শিদাবাদ পৌরসভার প্রশাসক দুই তৃণমূল নেতা প্রসেনজিত ঘোষ ও বিপ্লব চক্রবর্তী, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মুর্শিদা বেগম,  ছ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অধিকাংশ এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই কর্মীসভা থেকে দাবী উঠল বহিরাগত নয় ভূমিপুত্রকেই চাই বিধায়ক হিসেবে। এদিন জিয়াগঞ্জে  কর্মী সমর্থকে ঠাসা প্রেক্ষাগৃহে বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতৃত্ব স্থানীয় বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হন এবং তারা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তনের দাবী করেন। প্রার্থী ঘোষণার আগে ফের রাজ্য নেতৃত্বের উপর চাপ সৃষ্টির জন্যই এই কর্মীসভা বলে রাজনৈতিক মহলের অনুমান। মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক শাওনি সিংহ রায় যদিও বিক্ষুব্ধদের এই কর্মসূচীকে আমল দিতে চাইছেন না।