দুয়ারে পঞ্চায়েত ভোট তার আগে বদল সহ সভাপতি রঘুনাথগঞ্জে উঠেছে প্রশ্ন

Published By: Madhyabanga News | Published On:

বিপ্লব দাস রঘুনাথগঞ্জ ৩০ শে জুন – দুয়ারে পঞ্চায়েত নির্বাচন তার অল্প কিছুদিন আগে রঘুনাথগঞ্জ ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নতুন সহ সভাপতি নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেস প্রতিমা হালদার । রঘুনাথগঞ্জ ১ পঞ্চায়েত সমিতিতে নতুন সহ সভাপতি প্রতিমা হালদার নির্বাচিত হলেন কার্যত বিনা প্রতিদ্বন্দিতায় । বিধানসভা নির্বাচনের সময় দলবিরোধী কাজের অভিযোগ ওঠে তৎকালীন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জ্যোৎস্না মণ্ডলের বিরুদ্ধে। তারপরই জ্যোৎস্না মন্ডলের বিরুদ্ধে অনাস্থা আনা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার ব্লক অফিসে আধিকারিকদের উপস্থিতিতে নতুন সহ সভাপতি নির্বাচিত হন প্রতিমা হালদার। নতুন সহ সভাপতির দায়িত্ব পাওয়ার পর অন্যান্য সদস্যরা তাকে মিষ্টি মুখ করান। নতুন সহ সভাপতি গঠন করতে পেরে খুশি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপির কটাক্ষ গোষ্ঠী কোন্দলের জেরেই সহ সভাপতি বদল পঞ্চায়েত ভোটের দোরগোড়ায়।