দুষণে না! প্রতিমায় তাই এবার ইকো ফ্রেন্ডলি রঙ- বহরমপুরের ভট্টাচার্য পাড়া

Published By: Madhyabanga News | Published On:

এবার পুজোয়  Eco friendly মণ্ডপ বহরমপুরের ভট্টাচার্য পাড়ায়।  প্রতিমার গায়ের রঙও পরিবেশ বান্ধব  এমনটাই জানাচ্ছেন ভট্টাচার্য পাড়া পুজো কমিটির সদস্যরা | বর্তমান পরিস্থিতি ও পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ভট্টাচার্য পাড়া পুজোর থিম “eco friendly মণ্ডপ – পরিবেশ বান্ধব মণ্ডপ ও প্রতিমা “| পঞ্চমীর বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন |

মণ্ডপ সজ্জা গড়ে উঠেছে সম্পূর্ণ বেত, বাঁশ, কাপড়, মাটির তৈরী বিভিন্ন বস্তু দিয়ে | কর্মকর্তারা জানাচ্ছেন, মণ্ডপ সজ্জায় ব্যবহৃত সমস্ত জিনিস পচনশীল, কোনো প্লাস্টিক জাতীয় জিনিস তাঁরা ব্যবহার করেননি | যাতে গঙ্গা দূষণ না হয়, সে কথা মাথায় রেখে প্রতিমার গায়ের রংও হয়েছে পরিবেশ বান্ধব রং দিয়ে |

মণ্ডপ সজ্জা গড়ে উঠেছে সম্পূর্ণ বেত, বাঁশ, কাপড়, মাটির তৈরী বিভিন্ন বস্তু দিয়ে |

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মণ্ডপ হয়েছে খোলা মেলা | যাতে দর্শণার্থীদের কোনো সমস্যা না হয় |কোনো রকমের জমায়েত না হয় |এবং মণ্ডপে প্রবেশ করতে গেলেও আপনাকে মাস্ক তো পরতেই হবে সাথে পুজো কমিটির তৈরী বিভিন্ন বিধি নিষেধের মাধ্যমেই মণ্ডপে প্রবেশ করতে পারবেন |