দুর্নীতির অভিযোগঃ লালগোলার কালমেঘায় বদলে গেল প্রধান Lalgola Panchyet elects new pradhan

Published By: Madhyabanga News | Published On:

গ্রাম পঞ্চায়েতে অনাস্থা নিয়ে ফের অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন খোদ দলের সদস্যরাই ।  লালগোলার কালমেঘায় অহিদা ইয়াসমিনকে সরিয়ে প্রধান হলেন  দীপিকা খাতুন।

বুধবার  দলেরই সংখ্যা গরিষ্ঠ সদস্যের আনা অনাস্থায় অপসারিত হলেন লালগোলা ব্লকের ৮ নং কালমেঘা গ্রাম পঞ্চায়েতের প্রধান অহিদা ইয়াসমিন। পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ভোটাভোটিতে অপসারিত হন তিনি। সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে নতুন প্রধান নির্বাচিত হন দীপিকা খাতুন, উপ প্রধান হন আকালি সেখ।

প্রায় ৫ মাস আগে, পঞ্চায়েত প্রধানের দুর্নীতি ও একনায়কতন্ত্রের অভিযোগ এনে আনাস্থা আনেন তৃণমূলের ৭ পঞ্চায়েত সদস্য।

বুধবার ভোটাভুটিতে  অংশ নেন পঞ্চায়েতের সকল সদস্যরাই।  ভোটাভোটিতে ৭-৫ ভোটে পরাজিত হন পঞ্চায়েত প্রধান অহিদা ইয়াসমিন। নতুন প্রধান  নির্বাচিত  হওয়ায় খুশি পঞ্চায়েত সদস্যরা। এদিন প্রধান গঠনকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল পঞ্চায়েত চত্বরে। আগামী দিনে ভালো কাজ করাই একমাত্র লক্ষ বলে জানান নতুন দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত প্রধান দীপিকা খাতুন।

যদিও এদিন পঞ্চায়েতে উপস্থিত থাকলেও অপসারিত পঞ্চায়েত প্রধান ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি।  অনাস্থা প্রক্রিয়া শেষ হতেই পঞ্চায়েত কার্যালয় ছেড়ে বেড়িয়ে যান বলে জানা যায়।