নিজস্ব সংবাদদাতা, ফারাক্কাঃ ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিজেপির ধর্না অবস্থান এক সপ্তাহ পেরিয়ে গেল । সমস্যা সমাধান না হওয়ায় এখনও জারি রয়েছে বিজেপির ধর্না অবস্থান। স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে একাধিক দাবীতে গত সোমবার দুপুর থেকে ধর্নায় বসেছে বিজেপি নেতৃত্ব। ফারাক্কা ব্যারেজে অস্থায়ী কর্মী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া, গঙ্গা ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন, ভাঙনে ক্ষতিগ্রস্তদের পূর্নবাসন, ফারাক্কা ব্যারেজ হাসপাতালে চিকিৎসক নিয়োগ সহ ৮ দফা দাবীতে একাধিকবার ফারাক্কা বাঁধ প্রকল্পের জিএমকে স্মারকলিপি প্রদান করে বিজেপি। সেই দাবী না মানায় গত সোমবার দুপুর থেকে ধর্নায় বসেন বিজেপি নেতৃত্ব। ধর্নার ৭ দিন পর সোমবার ধর্না মঞ্চে আসেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম চন্দ্র ঘোষ, বিজেপির সাংগঠনিক উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ। এদিন তাঁরা ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজার আর ডি দেস পান্ডের সাথে বৈঠক করেন। এদিন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজার বলেন, তিনি বাইরে থাকায় বিষয়টি জানতেন না । তবে এদিন বিজেপি নেতৃত্বের সাথে বৈঠক করেছেন। বিজেপি নেতৃত্ব ভুল বুঝেছেন ।যদিও এদিন বৈঠক শেষে বিজেপির সাংগঠনিক উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি দাবী করেন যতদিন না পর্যন্ত দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে ততদিন চলবে ধর্না।
দুর্নীতির অভিযোগ। ফারাক্কায় বৈঠকে অধরা সমাধান, ধর্না অব্যাহত বিজেপির
Published By: Madhyabanga News |
Published On: