এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

দুর্ঘটনায় দুই বাসিন্দার মৃত্যুতে অবরোধ, বিক্ষোভ

Published on: August 12, 2020

নিজস্ব প্রতিবেদনঃ ইট বোঝাই ট্রাক্টরের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। মৃতদের নাম তাহাজুল মণ্ডল, মুলুক চাঁদ. হরিহরপাড়ার নিশ্চিন্তপুর এলাকার ঘটনা। বুধবার সকালে নিশ্চিন্তপুরের একটি ইটভাটা থেকে ইট বোঝাই ট্রাক্টর তাজপুরের দিকে যাচ্ছিল। সেই সময়ে বাইকে সাথে সংঘর্ষ হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ইট বোঝাই ট্রাক্টরটি আতকজ করলেও চালক পালিয়ে যায়, দুর্ঘটনায় অকালে দুই বাসিন্দার মৃত্যুর প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

শোকের ছায়া নেমে আসে মৃতদের পরিবার জুড়ে। স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now