দু’দিনের টালবাহানার পর জলের অধীকারের দাবীতে আন্দোলনকারীদের রওনা ফরাক্কা অভিমুখে

Madhabango News, মধ্যবঙ্গ নিউজ ডেস্ক – মৎস্যজীবীরা জলের অধিকারের দাবিতে আন্দোলনে নেমে মুর্শিদাবাদের বহরমপুরে এসে চরম বিশৃঙ্খলার মুখোমুখি হলেন। সংগঠকদের অভিযোগ আগাম টাকা দিয়েও নদী পথে যাত্রার জন্য বোট পেতে দুদিন লেগে গেল। ফলে বহরমপুর থেকে ফরাক্কা নদী পথে মৎস্যজীবী অধিকার যাত্রা ১৭ ডিসেম্বর রওনা দিলে পারলো না। ১৮ ডিসেম্বর সন্ধের আগে ফরাক্কার উদ্দেশ্যে রওনা দিন মৎস্যজীবীদের নিয়ে নৌক বোট।  দুদিন ধরে মৎস্যজীবী সংগঠকেরা বহরমপুরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরলেন। গত ২৬ শে নভেম্বর ফেজারগঞ্জ থেকে শুরু হয়েছে জল বাঁচাও,মাছ বাঁচাও, মৎস্যজীবী বাঁচাও এর দাবিতে জলপথে নৌ প্রচার অভিযোান। ২০ শে ডিসেম্বর ফরাক্কায় এই অভিযান শেষ হবার কথা। কিন্তু দু দিন থমকে যাওয়ায় আদৌও নির্ধারিত সময়ে শেষ হবে কিনা বুঝতে পারছেন না সংগঠকেরা।