দুটি চুল্লিই বিকল ফের, বহরমপুরে কাঠে পুড়ছে দেহ

Published By: Madhyabanga News | Published On:

ফের বিকল শহরের দুই শ্মশানের দুটি ইলেক্ট্রিক চুল্লি।  শ্মশান ঘাটে প্রকাশ্যেই কাঠে পোড়ানো হচ্ছে মৃতদেহ।  দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়ে আছে বহরমপুর শহরের খাগড়াঘাট ও গোরাবাজার শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি।

এটাই প্রথমবার নয়, ২০২০ র ২৭ শে জানুয়ারি –  গোরাবাজার ও খাগড়া শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি খারাপ হওয়ায় হয়রানি সামনে আসে। বছরের পর বছর কখনও মেরামত হয়, কখনও বিকল হয় চুল্লি- যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, হয়রানির মুখে শ্মশানযাত্রীরাও। নতুন বছরের শুরুতেই ফের দুর্ভোগ চরমে।

ভাগীরথীর পাড়ে শহরের এই শ্মশান দুটি শুধু বহরমপুর ব্লক নয়, কান্দি, ডোমকল- বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন শবদেহ সৎকারের জন্য।  অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই বন্ধ চুল্লি। বাধ্য হয়েই কাঠের আগুনে পুড়ছে মৃতদেহ। গোরাবাজার শ্মশানঘাট সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দা, স্থানীয় দোকানদাররাও বলছেন দুর্ভোগের কথা।

মৃতদেহ সৎকারে এসেও দুর্ভোগ। কবে সমস্যার সমাধান হবে,  এই প্রশ্নের উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা।