মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের নবগ্রামের কল্যাণগঞ্জ গ্রামে । মৃতের নাম মধুসূদন বিশ্বাস । ওই যুবক ঋণের দায়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের কল্যাণগঞ্জ গ্রামের মধুসূদন বিশ্বাসের সেলুন ছিল। প্রতিদিনের মতো শনিবারও সন্ধ্যায় বাড়ি সেখান থেকে কাজ করে বাড়ি ফিরে আসেন তিনি। পরিবারের সদস্যরা খাওয়া দাওয়ার পর ঘুমোতে যান । এরপরই মধুসূদন বিশ্বাস পাশে ঠাকুর ঘর ঢোকেন । রবিবার ভোর রাতে ঠাকুর ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা । তাঁকে উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। সেই টাকা শোধ করতে না পাড়ায় মানসিক অবসাদে ভুলছিলেন তিনি। তার জেরেই এমন ঘটনা ঘটতে পারে। স্ত্রী ও যমজ দুই সন্তানকে নিয়ে চার জনের সংসার ছিল মধুসূদন বিশ্বাসের। কী কারনে আত্মঘাতী হল ওই যুবক তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নান্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
দুই জমজ সন্তান, স্ত্রীকে রেখে চরম সিদ্ধান্ত নবগ্রামের যুবকের !
Published on: April 2, 2023















