দার্জিলিং বহুদূর, বহরমপুর শাসন করছে নাগপুর Nagpur orange Berhampore

Published By: Madhyabanga News | Published On:

কামাল করছে কমলা। নাগপুরের সাথে এখন দার্জিলিং এর জোর টক্কর বহরমপুরেব । কদর বেশী কার? কাকে চাইছেন আপামর জনতা! এই নিয়ে এখন শহর বহরমপুরে লড়াই হাড্ডাহাড্ডি। তবে এই লড়াই স্বাদের। শহরে শীতের আমেজের শুরুতেই কমলা লেবুর পসরা সাজিয়ে বসেছেন ফল বিক্রেতারা। শহরের বিভিন্ন বাজারে এখন কমলা লেবুর চাহিদা তুঙ্গে। আর এই চাহিদার তুঙ্গে রয়েছে দার্জিলিং এর লেবুর। যদিও এখনই দেখা নেই দার্জিলিং এর কমলা লেবুর, ফলে বাজার চেয়ে আছে নাগপুরের লেবুতেই। লেবু বিক্রেতা বকুল সেখ জানাচ্ছেন,  বাজার মাত করছে নাগপুরই।

শীতকালে ফলের দোকান আলো করে সাজানো  আছে কমলালেবু। অনেকেই বলছেন, কমলা লেবু মানেই দার্জিলিং। ছোট আকারের, যেমন মিষ্টি তেমন গন্ধ। দাম চড়া হলেও স্বাদের সাথে নো কম্প্রোমাইস। তবে মাঝ ডিসেম্বরেও বাজারে দার্জিলিং না আসায় আপাতত নাগপুরের লেবুতেই হাত রাখছেন। বাধ্য হয়ে অনেকেই দুধের স্বাদ ঘোলে মেটাতে সেটাই কিনছেন।

বিক্রেতাদের কথায়, বাজারে দার্জিলিং এর লেবু আসতে আরও সপ্তাহ দুয়েক সময়। অর্থাৎ বছর শেষে জাঁকিয়ে শীতে দার্জিলিং লেবুর রমরমা হতে পারে। প্রচুর পরিমানে ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবু। কমলা লেবু তে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস। ফলে দার্জিলিং লেবু শহরে আসার আগেই আপাতত নাগপুরের লেবুতেই স্বাদ মেটাচ্ছেন অনেকেই।