দার্জিলিং ঘুরতে গিয়ে ফুলপাতি উৎসবে মাতলেন বাঙালি ট্যুরিস্টরাও

Published By: Madhyabanga News | Published On:

সপ্তমীতে নেপালি সম্প্রদায়ের  ফুলপাতি শোভাযাত্রা শুরু হল দার্জিলিং, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। নেপালীদের  কাছে ফুলপাতি  অন্যতম বড়  উৎসব । এই সময়ে  নিজস্ব পোশাকে,  সংস্কৃতি সকলের সামনে  তুলে ধরেন তাঁরা ৷

সপ্তামীর সকালে দার্জিলিং ম্যাল মেটে উঠল ফুলপাতিতে।  নেপালি মুখোশ নাচ থেকে নেপালি বাদ্য,  ফুলের ডালা, পালকির আদল সব  নিয়ে হয় শোভাযাত্রা ৷ ডালাতেই ফুল নিবেদন করেন সাধারন মানুষ ৷

পুজোর ছুটিতে দার্জিলিং’এ ভিড় করেছেন বাঙালি ট্যুরিস্টরা। তারাও মেটে ওঠেন ফুলপাতিতে।