দামী মানুষের জীবন, স্থগিত হোক ভোট ; কমিশনকে অধীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৯ এপ্রিলঃ প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরের দাবি, মানুষের জীবন না নির্বাচন কোনটার দাম বেশি সিদ্ধন্ত নিতে হবে কমিশনকে। স্থগিত করা হোক নির্বাচন।

করোনার মুর্শিদাবাদের দুই প্রার্থীর মৃত্যুর কথাও চিঠিতে লেখেন বহরমপুরের সাংসদ।

অধীরের আর্জি, রমজান মাসের পর এবং করোনার বর্তমান পরিস্থিতি লঘু হওয়ার পরে নির্বাচন করা হোক।

কমিশনকে অধীরের চিঠি

নির্বাচন কমিশনের সিইও সুশীল চন্দ্রাকে সোমবার এই বিষয়ে চিঠি লেখেন অধীর।

ফেসবুকে অধীর চৌধুরীর পেজ থেকে লেখা হয়, ” নির্বাচন কমিশনকে অনুরোধ এই করোনা মহামারীর কালে নির্বাচন বন্ধ হোক এখন, নির্বাচন পরেও হতে পারে, আগে মানুষের জীবন, তারপর বাকি সব। নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে জানিনা, আমার হাতে যেটুকু আছে, আজ থেকে আর কোনো জনসভা করবো না”।