দামী মাইক্রোস্কোপ নেই ? প্লাস্টস্কোপে তাক লাগিয়ে দিল বহরমপুরের খুদে Innovation

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদের শিশু বিজ্ঞান কংগ্রেস এর প্রতিযোগিতায় আবিষ্কারে তাক লাগিয়ে দিল  মুর্শিদাবাদের দুই কিশোর | কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র সোহম আফরোজ বানিয়েছেন “প্লাস্টস্কোপ”| তবে এই প্লাস্টস্কোপ কী ? শিশু বিজ্ঞানী সোহম জানাচ্ছেন ,বাজার চলতি যে মাইক্রোস্কোপ রয়েছে তার দাম অনেক বেশি, যা সাধারণের পক্ষে কেনা বিশাল অর্থ সাপেক্ষ | তাই সাধারণ বা সকল ছাত্রদের কথা ভেবে সে ফেলে দেওয়া প্লাস্টিক ও বিভিন্ন রকমের লেন্স দিয়ে বানিয়েছে ‘প্লাস্টস্কোপ’ |এই প্লাস্টস্কোপ এ দামি মাইক্রোস্কোপের মতন কাজে না দিলেও যারা নতুন কাজ শিখছে তাঁদের জন্য ভালো | সোহম নিজেই জানাচ্ছে এই যন্ত্র সে তৈরী করেছে খুব কম খরচে | সকলের মধ্যে বিজ্ঞান সচেতনতা পৌঁছক এমনটাই চায় সোহম |

এর পাশাপাশি কৃষ্ণনাথ কলেজ স্কুলের আরও এক ছাত্র  দ্বাদশ শ্রেণীর আলাওল আনাম প্রায় বছর খানেক ধরে গবেষণা করছেন কীভাবে ছাগল বা গরুর দুধ তাঁদের সাধারণ খাওয়ারের কিছু পরিবর্তন করেই সম্ভব | আলাওল জানাচ্ছেন ছাগল কে যদি মালভেরি বা তুঁত পাতা খাওয়ানো হয় অন্য পাতার বদলে তাহলে তা ছাগলের দুধ ও মাংস দুই বেশি মাত্রায় উৎপাদন সম্ভব | এর পাশাপাশি এই কিশোর বিজ্ঞানী এই প্রজেক্ট নিয়েই গতবছর জাতীয় স্তরের প্রতিযোগীতাতেও অংশ নেন | আলাওলের ইচ্ছে ভবিষ্যতে আরও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবার | গবেষণার সাথেই সে চায় ভবিষৎ এ ডাক্তার হতে | এবং ভবিষ্যত প্রজন্ম কে আরও বিজ্ঞান মনস্ক ও বিজ্ঞান সচেতন গড়ে তুলতে |

জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের পক্ষ থেকে রবিবার ২৯তম মুর্শিদাবাদ শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল বহরমপুর শহীদ ক্ষুদিরাম পাঠাগারের খাগড়া শাখায় । এবার জেলার মোট ১১টি টিম অংশ নেন এই অনুষ্ঠানে। শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা কো অডিনেটর শিবেন্দু কর জানান ‘এবছর রাজ্যস্তরের প্রতিযোগিতা হবে জানুয়ারী মাসে আর জাতীয়স্তরের প্রতিযোগিতা হবে ফেব্রয়ারী মাসে’। এর পাশাপাশি একডেমিক কো অডিনেটর বিপ্লব বন্দোপাধ্যায় জানান ‘বিচারের খাতিরে আমাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় বেঁছে নিতে হয় ঠিকই তবে আমাদের মূল উদ্যেশ্য হল সকলের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়ানো’ ।