নিজস্ব প্রতিনিধি সালার ৭ই জুলাই- জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদার কানে কামড় দিল ভাই। কান কেটে দেওয়ার অভিযোগে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ তীব্র চাঞ্চল্য ছড়ায় সালার থানার সরমস্তিপুর গ্রামে। রক্তাক্ত অবস্থায় আহত বছর পঞ্চাশের কাজল সেখ কাটা কান নিয়ে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। সালারে প্রাথমিক চিকিৎসার পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।
জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে দীর্ঘ দিন থেকে কাজল সেখের সাথে তার ভাইয়ের বিবাদ চলছে। এদিন সেই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি চরমে ওঠে। বাক বতন্ডার মাঝেই কাজল সেখের ওপর হামলার অভিযোগ। যদিও এই ঘটনায় অভিযুক্তের কোন প্রতিক্রিয়া মেলে নি। পারিবারিক বিবাদ মেটাতে থানায় কোন লিখিত অভিযোগ জানানো হয়নি।
দাদার কান কামড়ে কাটল ভাই ! চাঞ্চল্য সালারে
Published on: July 7, 2022















