এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

দাদাঠাকুরের শহরে জঙ্গীপুর বইমেলার উদ্বোধন ম্যাকেঞ্জি পার্কে

Published on: February 23, 2021

 

বিপ্লব দাস : ২৩ ফেব্রুয়ারী (রঘুনাথগঞ্জ)  ১৬ তম জঙ্গীপুর বইমেলার উদ্বোধন হল মঙ্গলবার। জঙ্গীপুর বইমেলা কমিটি ও জঙ্গীপুর পৌরসভার পরিচালনায় ‘বইয়ের জন্য পথচলা’ হয়। শহর জুড়ে পরিক্রমা করে পদযাত্রা।  ২৩ শে ফেব্রুয়ারি থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বই মেলা। বই মেলা ঘিরে সেজে ওঠে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জিপার্ক ময়দান। বই মেলার উদ্বোধন করলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক  লেখক ডঃ শক্তিনাথ ঝাঁ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, বই প্রেমী , জন প্রতিনিধিরা। আলকাপ, কবি গান, থেকে দাদা ঠাকুরের শহর- এই জঙ্গিপুরের সুনাম, খ্যাতি রাজ্য জুড়ে সমাদৃত। সেই জায়গায় এই বই মেলা দিন দিন আরও সমৃদ্ধ হবে, বই প্রেমীদের কাছে আনন্দের জায়গা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now