দল বদলুরা তাকিয়ে ভোটের দিন ঘোষণার দিকে

Published By: Madhyabanga News | Published On:

রিয়া সেন : বহরমপুর ২২ শে ফেব্রুয়ারী  – ভোট ঘোষণার দিকেই তাকিয়ে মুর্শিদাবাদের দল বদলুরা।
পাশাপাশি, মনোনয়ন না পেয়েও দল বদলের অপেক্ষায় ডান, বাম অনেক দলের নেতৃত্বই। মধ্যবঙ্গের ভোটের এটাই এখন গরম খবর। ঠিক যেন, প্রাচীরের ওপর দাঁড়িয়ে রয়েছেন এক শ্রেণীর নেতৃত্ব ও জন প্রতিনিধি। তীক্ষ্ণ নজর রাখছে কবে ঘোষণা হবে ভোট! তাই বিরোধী নেতা থেকে শাসক দলের নেতৃত্বেরও এখন পাখির চোখ ভোট ঘোষণার দিন। বিরোধীদের আশংকা এখনই দল বদল করলে শাসক দল প্রশাসনের সহায়তায় নানা ভাবে হেনস্থা করতে পারে।
যদিও, শাসক দল এই অভিযোগ একেবারেই মানতে নারাজ।
নওদা থেকে বড়ঞা, সুতি থেকে ডোমকল সর্বত্রই একই ছবি। এরই মাঝে ২৬ শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদে আসছেন এক সময়ের মুর্শিদাবাদ জেলা তৃণমূল পর্যবেক্ষক বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অনেকেই অপেক্ষায় রয়েছেন শুভেন্দুর হাত ধরে শাসক দল থেকে একাধিক জন প্রতিনিধি ও নেতা বিজেপিতে যোগ দেবেন। কিন্তু দল বদল করতে ইচ্ছুক নেতারা ভোট ঘোষণার আগেই দল বদল করার ঝুঁকি নিতে চাইছেন না। বিজেপি সুত্রে খবর, শুভেন্দু অধিকারীও আর একটু সময় নিয়ে দল বদল করাতে চাইছেন এক সময়ে মধ্যবঙ্গে তাঁর অনুগামীদের।