দলে বিজেপি নেতারা , স্বস্তি নেই তৃণমূলে ?

Published By: Madhyabanga News | Published On:

পৌরভোটের আগে বিজেপি ভেঙে তৃণমূলে দুই নেতা। তবে স্বস্তির বদলে অস্বস্তির ছবি উঠে আসছে তৃণমূলের অন্দরে। পৌরভোটের মুখে সাংগঠনিক মুর্শিদাবাদ দক্ষিণ জেলা বিজেপিতে বড় ধরনের ভাঙন ধরে সোমবার । সোমবার বিকেলে জেলা বিজেপি সাধারণ সম্পাদক তপন চন্দ্র যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সোমবার বিকেলে সাংগঠনিক বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলের পতাকা ধরেন বিজেপি নেতা ।
বিধানসভা নির্বাচনে বহরমপুর পৌরসভায় তৃণমূল ২৮ টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটি ওয়ার্ডে একটিতে এগিয়ে ছিল। অনেক আসনে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। বহরমপুর পৌরসভা নিয়ে এবার বেশ সতর্ক তৃণমূল।

এদিন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক তপন চন্দ্র। এর আগে বিজেপি থেকে অনেকে যোগদান করলেও এবারে একজন শীর্ষ স্থানীয় নেতাকে দলে যোগদান করিয়ে পৌর ভোটের আগে কার্যত বিজেপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলে যোগদেন ডোমকলের টাউন বিজেপি সভাপতি অভীক দাসও।

যোগদানের সময় দলের দপ্তরে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনী সিংহ রায়। শাওনীর সাথেই নবাগতদের হাতে পতাকা তুলে দিতে দেখা যায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামকেও। ছিলেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি’র প্রার্থী ছিলেন।
তবে এদিন যোগদানের সময় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের অনুপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
তৃণমূল নেতা অশোক দাশ উপস্থিত থাকলেও ছিলেন না বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়, বহরমপুর পৌরসভার প্রশাসক স্বরূপ সাহা। যোগদান পর্ব মেটার পর দিনের তৃণমূল দপ্তরে আসেন বর্তমানে দলের বহরমপুর মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান আবু তাহের খান।
গরহাজিরা নিয়ে প্রশ্ন করা হবে অবশ্য সরাসরি কিছু বলতে চাননি আবু তাহের খান। দলের অভ্যন্তরেই প্রশ্ন রয়েছে এই বিজেপি নেতাদের দলে যোগদান নিয়ে।