দরজা খুলল হাজারদুয়ারির, পর্যটকের অপেক্ষায় মুর্শিদাবাদ Murshidabad Tourism

Published By: Madhyabanga News | Published On:

মঙ্গলবার থেকে খুলে গেল মুর্শিদাবাদ শহরের প্রধান পর্যটনকেন্দ্র হাজারদুয়ারী সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি । পর্যটকেরা কেউ কেউ এমনিই ঘুরতে এসেছিলেন হঠাৎ পর্যটন কেন্দ্র খুলে যাওয়া তাদের কাছে যেন চাঁদ পাওয়া। দুপুরের রোদ মেখে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন নবাবের শহরের পর্যটনকেন্দ্রগুলি।
বিধি মেনে পর্যটন কেন্দ্র খোলায় আশায় বুক বাঁধছেন ঘোড়ার গাড়ির চালক থেকে হাজারদুয়ারির পাশের ছোট ছোট দোকানের মালিকেরা। নতুন বছরের শুরুতেই করোনার তৃতীয় ঢেউ এ আশংকায় গত ৩ রা জানুয়ারি থেকে বন্ধ হয় হাজারদুয়ারি ও অন্যান্য পর্যটন কেন্দ্র গুলি।

পর্যটকের অপেক্ষায়

শীতের মরশুম এক মাস বন্ধ পর্যটন কেন্দ্র, ফলে মুখ থুবড়ে পড়ে পর্যটন শিল্প। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে শিথিল করা হচ্ছে কোভিড বিধি। ৭৫ শতাংশ দর্শক নিয়ে খোলা যাবে চিড়িয়াখানা, মিউজিয়াম, পর্যটন কেন্দ্র। ফেব্রুয়ারির শুরুতেই ফের ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর আশায় পর্যটন শিল্পের সাথে যুক্ত মানুষজন। পর্যটক আসার অপেক্ষায় হাজারদুয়ারি, মতিঝিল, নবাবের শহর মুর্শিদাবাদ।