এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

থমথমে বেলডাঙ্গার হিজলী গ্রামে টহল পুলিশের

Published on: August 12, 2020

নিজস্ব প্রতিবেদনঃ ফের উত্তপ্ত বেলডাঙ্গার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের হিজলি গ্রাম। স্থানীয় দুই গোষ্ঠীর লড়াই, একটানা বোমাবাজি ভাঙচুরের পর্যায়ে পৌছয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় মোতায়েন করা হয় র‍্যাফ, কমব্যাট ফোরস সহ বিশাল পুলিশ বাহিনি। উদ্ধার হয় বহু তাজা বোমা। কিন্তু কেন এই উত্তেজনা? তার কারণ খুঁজতে ঘটনাস্থলে পৌছে দেখা গেল এক অন্য রাজনৈতিক সমীকরণ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা জানেরা খাতুন ও তাঁর স্বামী সাইদুল সেখ বলছেন, রাজনীতির কথাই।

যদিও, পঞ্চায়েত সদস্যের বিরোধী গোষ্ঠী পাল্টা আক্রমণের অভিযোগ জানিয়েছেন।

তবে এই অভিযোগ মানতে রাজী নন রেজিনগরের বিধায়কের ঘনিষ্ঠ ব্লক সভাপতি আবু সইদ। তিনি একে নিছকই গ্রাম্য বিবাদ বলেই জানিয়েছেন।

থমথমে হিজলি গ্রামে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে, যাতে ফের কোন সংঘর্ষের ঘটনা না ঘটে।

ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now