‘তৎপর’ কেন্দ্রীয় বাহিনী, কমিশন; সন্তুষ্ট অধীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৯  এপ্রিলঃ অষ্টম দফার নির্বাচনে মুর্শিদাবাদে এগারোটি আসনে হচ্ছে ভোট। ভোটে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর কাজে সন্তুষ্ট প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে অধীর বলেন, মুর্শিদাবাদে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে । গ্রামের অভ্যন্তরে   কোথাও কোথাও সন্ত্রাস করলেও; এখনও পর্যন্ত বুথ দখলের মতো ঘটনা ঘটে নি। নির্বাচন কমিশনের তৎপরতার জন্যই সেটা সম্ভব হয়েছে।

 

তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন মুর্শিদাবাদ জেলায় অত্যন্ত তৎপর।

অধীরের দাবি পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তির স্বপ্ন দেখেছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। কিন্তুসেটা রুখে দিয়েছে বাহিনী, কমিশন।

See also  পঞ্চায়েতে অনাস্থায় আপত্তি তাহেরের