এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

তৃণমূল শ্রমিক সংগঠনের রক্তদান শিবির

Published on: April 9, 2023

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ শেষ চৈত্রের দাবদাহে ইতিমধ্যে রক্তশূন্যতা দেখা দিয়েছে জেলার ব্ল্যাড ব্যাঙ্কগুলিতে। সেই সংকট কাটাতে রক্তদান শিবিরের ওপর জোর দিচ্ছেন জেলার স্বাস্থ্যকর্তারা। তাই এই সংকটকালে রক্তদান শিবিরের যেমন আয়োজন করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তেমনি পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলিও।বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডের বুদ্ধ মার্কেটে রবিবার বিকেলে তেমনই একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের বহরমপুর শাখা।

তৃণমূল শ্রমিক সংগঠনের রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন এক রক্তদাতা

সেখানকার এক রক্তদাতা চাকদা বিবি জানান, “ প্রচন্ড গরমে জেলায় এখন রক্তের আকাল চলছে। সে কথা শুনতে পাই রোজই। তাই সুযোগ পেয়ে রক্ত দিয়েছি স্বেচ্ছায়।” আইএনটিটিইউসি’র বহরমপুর শহর সভাপতি নিলিমেষ বিশ্বাস বলেন, “ আমাদের আয়োজিত রক্তদান শিবিরে ১০৩ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।” ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের  মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের সভাপতি শাওনি সিংহরায়, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পার্থপ্রতিম সরকার, বহরমপুরের পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কাউন্সিলর।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now