তৃণমূল বিধায়কের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে বিষদগার

Published By: Madhyabanga News | Published On:

রক্তিম ঘোষ: বহরমপুর ২৫ শে ফেব্রুয়ারী –  হরিহরপাড়ার বিধায়কের নেতৃত্বে বহরমপুর বিডিও অফিসের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে সামীল তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। বিক্ষোভে  হাজির তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতিও । প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ চলে। বহরমপুর থানার পুলিস এসে অবরোধ তোলে।  বিধায়ক অনুগামীদের তোপ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির দিকেও।বিডিও ও সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন । গোটা ঘটনায় ফের বে-আব্রু তৃণমূলের গোষ্ঠী কোন্দল ।

হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ অভিযোগ করেন বহরমপুর ব্লকের বিডিও ও অন্যান্য আধিকারিকেরা তৃণমূল কর্মীদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সহায়তা থেকে বঞ্চিত করছেন। বার বার বলা সত্ত্বেও তারা কোন ভাবেই বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। এমন কি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের পক্ষে কাজ করছেন বলেও সরাসরি অভিযোগ করেন নিয়ামত। তার তোপ থেকে বাদ যায়নি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতিও। যদিও বহরমপুর ব্লকের বিডিও অভিনন্দন ঘোষ বিধায়কের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।  তিনি আরও বলেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা একটা চলমান প্রক্রিয়া। যাদের অ্যাকাউন্টে ভুল রয়েছে সেটার জন্য কারও কারও দেরি হতে পারে। উনারা যে অভিযোগ করছেন সেটা এক বিন্দুও সত্যি নয়। তৃণমুল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন। তার পাল্টা দাবি রাস্তায় বসে অভিযোগ করলেই তো হয় না ।