তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেপ্তার জলঙ্গীতে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরো জলঙ্গী ১৭ ই মার্চ – বুধবার সকালে জলঙ্গীর খয়রামারি গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে পুলিস গ্রেপ্তার করলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীকে। অভিযোগ ভোটের মুখে পঞ্চায়েত অফিসের মধ্যেই কর্তব্যরত সরকারী কর্মীকে মারধোরের করে শাসক দলের পঞ্চায়েত প্রধান ও তার স্বামী। গত সোমবার  নির্বাচন ঘোষণা হয়ে গেছে তারপরেও অবৈধ ভাবে ভুয়ো বিলে সই করতে চাপ।  সই না করায় পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সঞ্জীব পান্ডেকে মারধোরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি ও তার স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে। জানা যায়,  জলঙ্গি ব্লকের খয়রামাড়ি গ্রাম পঞ্চায়েতে নির্বাহী আধিকারিকের কাজ করেন সঞ্জীব পান্ডে। সোমবার তিনি অফিসে গেলে পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি ও তার স্বামী তাকে প্রধানের ঘরে ডেকে পাঠান এবং বেশ কিছু ভুয়ো বিলে সই করতে চাপ দেন বলে অভিযোগ সঞ্জীব পান্ডের। নির্বাহী আধিকারিক তাতে রাজি না হওয়ায় তাকে মারধোর করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ সামনে আনে আহতের পরিবার। আহত অবস্থায় ওই নির্বাহী আধিকারিক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জলঙ্গীর বিডিও স্থানীয় সাগরপাড়া থানায় গত রাতে এফআইআর করেন তারই পরিপেক্ষিতে এদিন প্রধানের স্বামীকে গ্রেপ্তার করা হয়।

Scanned Image

এদিন স্বামী গ্রেপ্তারের পর ঐ মহিলা প্রধান তাকে নির্বাহী সহায়ক শ্লীলতাহানি করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন সরকারী আধিকারিকদের কাছে ইমেল মারফত।