তৃণমূল নেতা খুনে গোপন জবানবন্দীঃ দাবী স্ত্রীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নওদায় তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাস খুনে গ্রেপ্তার হয়েছেন  অন্যতম অভিযুক্ত রাজকুমার ওরফে খালেক কবিরাজ ও পিঙ্কু মণ্ডল। মঙ্গলবার এই খুনের ঘটনার গতিপ্রকৃতি জানতে সিআই সদরের সাথে দেখা করলেন মৃত তৃণমূল নেতার স্ত্রী,  নারায়ণপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান।   রিনা বিশ্বাস । সোমবার দেখা করার পর এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দী দেওয়ার দাবি জানান । এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় ৯ জনকে গ্রেফতার  করেছে পুলিশ। এই প্রথম রিনা বিশ্বাসের করা অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সিআই সদর আনন্দময় চট্টোপাধ্যায়ের   সাথে প্রায় ঘণ্টা খানেক ধরা কথা বলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। সেখান থেকে বেড়িয়ে পুলিশি তদন্তে আস্তা রাখলেও তাঁর অভিযোগে নাম থাকা বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তোলেন।

 

এদিন তৃণমূল নেতার সাথে ছিলেন নদীয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সাজিজুল হক শাহ । তিনি দাবি করেন ম্যাজিস্টেটের সামনে গোপন জবানবন্দী দেওয়ার দাবি জানিয়েছেন রিনা বিশ্বাস। গত ২৪শে নভেম্বর নওদার শিবনগরে খুন হন নদীয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাস। ঘটনায় তৃণমূল নওদা ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ, নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা ভৌমিক সাহার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন  রিনা বিশ্বাস, সাজিজুল হক শাহ ।