তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রণব পুত্র অভিজিৎ , ২০১১ সালে আসেন রাজনীতিতে

Published By: Madhyabanga News | Published On:

জুনে মাসের সৌজন্য জুলাই হতেই যোগদানে পরিণত হল। সব জল্পনার অবসান করে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ । জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ  দল বদল করলেন কলকাতায় তৃণমূল কংগ্রেসের দপ্তরে গিয়ে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়  এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিজিতের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। অভিজিতের দলবদলে সরগরম মুর্শিদাবাদের রাজনীতিও।

২০১১ সালে কংগ্রেসের টিকিটে  নলহাটি কেন্দ্র থেকে বিধানসয়ায় যান অভিজিৎ।  ২০১২ সালে জঙ্গিপুর আসন থেকে সাংসদ নির্বাচিত হন অভিজিৎ। সিপিআই(এম) প্রার্থী মুজাফফর হোসেনকে পরাজিত করেছিলেন প্রায় আড়াই হাজার ভোটে। পরে ২০১৪ সালে আবার ভোটে হারান সিপিআই(এম) প্রার্থীকে। তবে সেবার ব্যবধান ছিল আট হাজারের কিছু বেশি। তবে ২০১৯ এর লোকসভা ভোটে জঙ্গিপুর কেন্দ্র থেকে দাঁড়িয়ে শোচনীয় ভাবে পরাজিত হন প্রাক্তন রাষ্ট্রপতি পুত্র।

রাজনীতিতে আসার আগে অবশ্য Bharat Heavy Electricals Limited, Maruti Udyog Limited, Steel Authority of India Limited- এর মতো সংস্থায় কাজ করেছেন অভিজিৎ। চাকরি ছেড়ে যোগদেন রাজনীতিতে।

এদিন অভিজিৎ বলেন, মমতা ব্যানার্জি রুখতে পারবেন বিজেপিকে। সেই জন্যই তৃণমূলে যোগ দিলেন তিনি।

অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগদান নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, যারা তৃণমূল কংগ্রেসের গিয়েছেন তারাই যা বলার বলবেন।