
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ০৯ এপ্রিলঃ ভোটের প্রচারের মাঝেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ আনলেন সাগরদীঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাফুজা খাতুন। মাফুজার অভিযোগ, এদিন দুপুরে প্রচার চলছিল মোড়গ্রাম অঞ্চলের শাওড়াইল গ্রামে সেই সময়ই চড়াও হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বিকেলেই হামলার প্রতিবাদ জানিয়ে সাগরদীঘি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি । বিজেপি’র দাবি, গ্রেপ্তার করতে হবে সমাজবিরোধীদের।
পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন বিজেপি প্রার্থী মাফুজা খাতুন।
 
					 
			