‘তৃণমূল’ এর সমর্থনে ভরতপুরে নির্দলের পথে সিজার ?

Published By: Madhyabanga News | Published On:

প্রশান্ত শর্মাঃ ১২ মার্চঃ ভরতপুরে নতুন মোড় নিচ্ছে সিজার হুমায়ুন দ্বন্দ্ব।  স্থানীয় নেতাদের পাশে পেয়ে এবার  নির্দলের পথে যেতে পারেন আজাহারউদ্দিন সিজার।

বৃহস্পতিবার  উজুনিয়া আল-আমিন মিশন ময়দানে সিজারের ডাকা সভায় এসেছিলেন ভরতপুরের দুই নেতা  নূর আলম  এবং সঞ্জয় সরখেলও । আর,   দুই কিলোমিটার দূরে বিধানসভায় প্রার্থী হুমায়ুন কবীরের সভায় ছিলেন নজরুল ইসলাম টারজেন । দুই সভা ঘিরে কার্যত, দুই ভাবে বিভক্ত ভরতপুরের  তৃণমূল কংগ্রেস।  দুই সভাতেই ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা কোঅর্ডিনেটার অশোক দাস।

বৃহস্পতিবার সিজারের সভায় নেতারা

সিজার অনুগামীদের মত, হুমায়ুনের সভাকে এদিন গোল দিয়েছে সিজারের সভায় কর্মীদের ভিড়।

সভা থেকে প্রার্থী হুমায়ুনকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সিজার। তারপরই শুরু হয় সিজারের নির্দল প্রার্থী হওয়ার জল্পনা।

সংগঠনের অন্দরে জল মাপতেই বৃহস্পতিবারের সভা ডেকেছিলেন সিজার। ফ্লেক্সে প্রার্থীর নাম থাকলেও, আসেন নি প্রার্থী। এতে কার্যত সুবিধাই হয় সিজারের।

জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্বের সাথে কথা বলে, জনমত যাচাই করে;  আজাহারউদ্দিন সিজার  সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, ভরতপুর বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবেই দাঁড়াচ্ছেন তিনি।

হুমায়ুন কবীরের মিছিল

রাজনৈতিক মহলের খবর, শুধু ভরতপুর নয়। একাধিক বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে চলেছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতানেত্রী। একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও, দল প্রার্থী করেনি ওই নেতানেত্রীদের। রয়েছে বর্তমান প্রার্থীদের নিয়ে অসন্তোষও। ডোমকল, মুর্শিদাবাদ এবং সাগরদিঘি কেন্দ্রে মনোনয়ন দাখিল করতে চলেছেন ওই তৃণমূল নেতানেত্রীরা।