তৃণমূলে প্রণব পুত্র, এরপর কে ? মইনুল হক, হুমায়ুন রেজাকে নিয়ে চিন্তা কংগ্রেস শিবিরে ; হতাশার সুর অধীরের গলায়

Published By: Madhyabanga News | Published On:

প্রশান্ত শর্মাঃবহরমপুরঃ৫জুলাইঃ  জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় হতাশার সুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলায়।                                                                                                                                                      প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধীর   বলেন, আমাদের এখানে কিছু বলার নেই। এই ব্যাপারে যদি কিছু বলার থাকে যারা যোগদান করেছেন তারা বলবেন।  সোমবার জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ  দল বদল করলেন কলকাতায় তৃণমূল কংগ্রেসের দপ্তরে গিয়ে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়  এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিজিতের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন।                                                  এই যোগদান থেকেই প্রশ্ন উঠছে, এবার কংগ্রেস থেকে তৃণমূল শিবিরে যাবেন কে ? তালিকায় উঠে আসছে জেলার একাধিক পুরোনো নেতার নাম । ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হকের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তালিকায় নাম আছে জেলার পুরোনো নেতা হুমায়ুন রেজাও  । তৃণমূল বিধায়ক মন্ত্রী আখরুজ্জামানের সাথে আগেই এক ফ্রেমে দেখা গিয়েছে মইনুক হককে। অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায়  বিধানসভা নির্বাচনে শোচনীয় ফল হয়েছে কংগ্রেসের। তারপর থেকেই কংগ্রেস শিবির থেকে তৃণমূলে যেতে পা বাড়িয়েছেন একাধিক নেতা। ভোটের মরশুমে ঘরে ফেরা অনেক কংগ্রেস নেতাও ফের ফিরে যেতে পারেন তৃণমূলে। দলে ভাঙন রোখা এখন চ্যালেঞ্জ কংগ্রেসের কাছে।

 

তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ। যোগদান নিয়ে সোমবার বহরমপুরে সাংবাদিকরা প্রশ্ন করেন অধীর চৌধুরীকে।  অধীর বলেন, প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করে এনে জনপ্রতিনিধি করেছিলেন জেলার মানুষ। সকলেই শ্রদ্ধা করি তাকে। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হলে নির্বাচিত করা হয় ওনার পুত্রকে। জেতানো হয় দুইবার। ওনার হয়তো মনে হচ্ছে ক্ষমতায় থাকা দলে শামিল হওয়া প্রয়োজন, তাই উনি তৃণমূল কংগ্রেসের শামিল হয়েছেন। নিজের মর্জিতে গিয়েছেন।

সাংবাসদিকদের বহরমপুরের সাংসদ  অধীর বলেন, যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তাকে এই বিষয়ে প্রশ্ন করাই ভালো।

এদিন যোগদান করতে এসে অভিজিৎ’এর মুখে অবশ্য শোনা যায় বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার প্রশংসার কথা। তবে  রাজনৈতিক সূত্রের খবর, জেলায় দলের একাধিক নেতার সাথে যোগাযোগ রেখেছেন অভিজিৎ। দলবল নিয়ে চলছে চর্চাও।