তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যানের দূর্নীতির অভিযোগ দায়ের মুর্শিদাবাদে

Published By: Imagine Desk | Published On:

নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদ ১ জানুয়ারী – বছরের শেষ প্রান্তে এসে মুর্শিদাবাদ শহরে শাসক তৃণমূলের কোন্দল প্রকশ্যে চলে এল। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরের  ঘণিষ্ঠ মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তণ  চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে দূনীতি নিয়ে থানায় অভিযোগ করলেন বর্তমান চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। এই নিয়ে সরগরম নবাবের শহর মুর্শিদাবাদের  রাজনীতি। বিপ্লব ছাড়াও আরও ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এদের মধ্যে  রয়েছেন একাধিক পুর কর্মী ও ঠিকাদার। মুর্শিদাবাদ থানার পুলিস অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন এই পৌরসভায় ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে একশো কোটি টাকার দূনীতি হয়েছে। প্রাথমিক তদন্তে ২৭ কোটি টাকার সরাসরি দূনীতিতে প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তীর জড়িত থাকার অভিযোগ পাওয়ার পরই থানায় অভিযোগ জানানো হয়েছে। যদিও বিপ্লব চক্রবর্তী সমস্ত অভিযোগ অস্বীকার করেন।