তৃণমূলের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষই সাগরদিঘির মিম প্রার্থী

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ০৯ মার্চঃ  তৃণমূল ছেড়ে মিমে এবার সংখ্যলঘু নেতা। বিধানসভা ভোটের হাওয়ায় দলত্যাগ তৃণমূল কংগ্রেসে। সাগরদিঘি বিধানসভায়  তৃণমূল ছেড়ে মিমের প্রার্থী হচ্ছেন  সাগরদিঘি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নুরে মেহেবুব আলম। মেহবুব অনুগামীরা জানান,   তৃণমূলের মাইনোরিটি সেলের কার্যকরী সভাপতিও  তিনি  ।

কলকাতায় অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) সাথে যগাযোগ করছিলেন তিনি।  মঙ্গলবার জানা যায়, মিমের টিকিটে  প্রার্থী হচ্ছেন তিনিই।

সাগরদিঘিতে  নুরে মেহেবুব আলম জানান, সাগরদিঘি বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেস  বিধায়ক সুব্রত সাহার উপর অসন্তুষ্ট । সাধারণ মানুষ পাশে পান না বিধায়ককে। ভূমিপুত্র কাউকে প্রার্থীও করার দাবী সাগরদিঘির মানুষের ।  মানুষের ইচ্ছেকে সম্মান দিয়েই প্রার্থী হচ্ছেন তিনি।দলে থেকে কাজ করতে পারছিলেন না বলেও জানান নুরে মেহেবুব আলম।

সাগরদিঘিতে বিধায়ক সুব্রত সাহাকে সরিয়ে স্থানীয় নেতাকে প্রার্থী করার দাবীতে একাধিকবার সরব হয়েছেন স্থানীয় তৃণুমূল কংগ্রেস নেতা কর্মীদের এক অংশ।  সেই সব নেতারাও তার পাশে থাকবেন বলে আশাবাদী মেহবুব।

এবার  দলের নেতা মিমে নাম লেখানোয় কার্যত অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেস শিবিরে।