তৃণমূলের প্রতিষ্ঠাদিবসে মন্ত্রী সাংসদ পথে নেমে জনসংযোগে সামীল রঘুনাথগঞ্জে

Published By: Imagine Desk | Published On:

বিপ্লব দাস : রঘুনাথগঞ্জ ১ জানুয়ারী – মন্ত্রী বিধায়ক রাস্তায় নেমে পথচারীদের মিষ্টিমুখ করাচ্ছেন। কারও মুখে তুলে দিচ্ছেন কেক। উপলক্ষ তৃণমূল কংগ্রেসের জন্মদিন পালন। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজামানের বিধানসভা এলাকায় বুধবার সকাল থেকে দিন ভোর ঠাসা কর্মসূচী। চার কিলোমিটার পদযাত্রা থেকে হাসপাতালে ফল বিতরণ। সরকারের নানান কর্মসূচীর সপক্ষে জনসংযোগের নানান উপকরন নিয়ে হাজির তৃণমুল নেতা কর্মীরা। জঙ্গীপুরের সংসদকে সাথে নিয়ে কেক কাটলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।