ফারুক সেখ, বহরমপুরঃ তৃণমূলের গণসংগঠনের কর্মসূচী। আর সেই কর্মসূচীতেই হাজির খোদ পুলিশ কর্তারা। শুধু মঞ্চ আলোকিত করলেন তাই নয়। পুলিশকর্তারা দিলেন ভাষণও। সোমবার এমন ঘটনাই দেখা গেল বহরমপুর গ্রান্ট হলে । তৃণমূলের গণসংগঠন ‘নিঃশব্দ বিপ্লব’এর কর্মসূচীতে উপস্থিত হলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার ডিএসপি ট্র্যাফিক গৌতম তালুকদার, বহরমপুর থানার আইসি রাজা সরকার। মঞ্চ আলো করার পাশাপাশি দিলেন ভাষণও। মঞ্চে এদিন মুর্শিদাবাদ পুলিশ জেলার ডিএসপি ট্র্যাফিক গৌতম তালুকদার বলেন, “আমি পরপর তিন বছর ধরে এই অনুষ্ঠানে আসছি ” ।
তৃণমূলের গণসংগঠনকে কাজের জন্য ধন্যবাদও জানান তিনি। বহরমপুর থানার আইসি রাজা সরকারও জানান, নিঃশব্দ বিপ্লবের কর্মসূচীতে প্রতিবছরই হাজির হন তিনি। নিজেদের উপস্থিতিতেই সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠানের সার্থকতা খুঁজেছেন তিনি।
৭ নভেম্বর জন্মদিবস তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । রবিবার তৃণমূল নেতার জন্মদিনের আগেই জন্মদিনের অনুষ্ঠান করল “নিঃশব্দ বিপ্লব” নামের একটি সংগঠন। ‘নিঃশব্দ বিপ্লব’ সংগঠনের কনভেনার অশেষ ঘোষের যদিও দাবী, এই সংগঠন নেহাত অরাজনৈতিক। তবে এই যুক্তি যদিও কোনমতেই ধোপে টেকার নয়। অশেষ ঘোষ নিজে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য। এদিন মঞ্চের ব্যাকড্রপেও ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যের বিশাল ছবি। তৃণমূলের সংগঠনের অনুষ্ঠানে পুলিশকর্তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও।
তৃণমূলের গণসংগঠনের কর্মসূচীতে কেন পুলিশ কর্তারা !
Published on: November 6, 2023














