তৃণমূলকে সরিয়ে লালগোলায় পঞ্চায়েত দখল কংগ্রেস সিপিএমের

Published By: Madhyabanga News | Published On:

মানোয়ারুল ইসলাম ও ফরহাদ হোসেনঃ পঞ্চায়েত নির্বাচনের এখনো বছর খানেক দেরী। তার আগেই তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের লালগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত দখলে নিল বাম কংগ্রেস জোট। প্রায় চার বছর তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এই গ্রাম পঞ্চায়েত। সোমবার পঞ্চায়েতের মোট ২৪ জন সদস্যের মধ্যে প্রধান নির্বাচনের ভোটাভুটিতে জোটের পক্ষে কংগ্রেস প্রার্থী সন্ধ্যারানী দাস প্রধান নির্বাচিত হন। বাম কংগ্রেসের জোটের প্রার্থী ১৩ টি এবং তৃণমূল প্রার্থী মহম্মদ সুজন হোসেন ১১টি ভোট পান। উলেখ্য এর আগে গত ২৫ শে জুলাই তৃণমূল প্রধান আব্দুল কাদিরকে অপসারিত করেন এই পঞ্চায়েতের সংখ্যা গরিষ্ঠ সদস্যরা । এদিন প্রধান নির্বাচন ঘিরে দেওয়ানসরাই অঞ্চলে ছিল টানটান উত্তেজনা। অতিরিক্ত পুলিশ সুপার( লালবাগ) তন্ময় সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন ছিল। ফলাফল ঘোষণার পরেই উচ্ছাসে মেতে ওঠেন বাম কংগ্রেস নেতা কর্মীরা। আবির মেখে শুরু হয় উল্লাস। তৃণমূলের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছোড়েন স্থানীয় বাম কংগ্রেস নেতৃত্ব।