এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

তিনজন কিশোর ফিরলো হোমে

Published on: April 5, 2023

মধ‍্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ সাত দিন পর  বুধবার বহরমপুরের কাজী নজরুল ইসলাম শিশু আবাসের নিঁখোজ তিনজন কিশোরকে  উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, রামপুরহাট থানা এলাকায় মঙ্গলবার হারিয়ে যাওয়া কিশোরদের তিনজনকে দেখতে পাওয়া যায়। রামপুরহাট থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে বহরমপুর থানার পুলিশ বুধবার দুপুরে তাদের নিয়ে এসে বহরমপুরের ওই সরকারি হোমে ফিরিয়ে দিয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলা সমাজকল্যাণ দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক শুভদীপ গোস্বামী।

গত বৃহস্পতিবার ওই হোমের ১১ জন কিশোর হোমের পাশের কৃষ্ণনাথ কলেজ স্কুলে পড়তে গিয়ে আর হোমে ফেরে নি। তাদের খুঁজতে রাজ‍্যের সব থানায় লুক আউট নোটিশ দিয়েছিল পুলিশ। এদিন তিনজনের খোঁজ মিলেছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি আটজনের খোঁজ মিলবে বলে দাবি পুলিশের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now