তালিকায় নাম নেই, প্রার্থী তবু বিপ্লবই

Published By: Madhyabanga News | Published On:

নাম নেই পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির সই করা তালিকায়। তবুও মুর্শিদাবাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রাক্তন পুর প্রধান বিপ্লব চক্রবর্তীই। মঙ্গলবার মনোনয়ন জমা দেন বিপ্লব। আগেই মনোনয়ন জমা করেছেন তালিকায় নাম থাকা প্রার্থী বিশ্বজিৎ দে ওরফে মিন্টা।    তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, দলের প্রতীক পাচ্ছেন বিপ্লবই।

বিধানসভা ভোটের আগে দলের কর্মীদের নিয়ে প্রার্থী শাওনী সিংহ রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বিতর্কে জড়ান বিপ্লব। শাওনী সিংহ রায় দলের জেলাসভাপতি হতেই ডানা ছাঁটা হয় বিপ্লবেরও। বিপ্লবকে সরানো নয় পৌরসভার প্রশাসক পদ থেকে। দলের জেলা সভাপতি শাওনী সিংহ রায়ের অভিযোগ ছিল, বিপ্লব দুর্নীতিগ্রস্ত। তাই দায়িত্ব থেকে সরানো হয় তাকে।

২০২২ এর পৌরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাতেও নাম ছিলনা বিপ্লবের। তবে মনোনয়ন দিয়ে বিপ্লব জানান, মুর্শিদাবাদের সাংসদ , দলের চেয়ারম্যান আবু তাহের খানের কথা মতোই প্রার্থী হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এই ওয়ার্ডে দলের সিম্বল পাচ্ছেন প্রাক্তন পৌরপ্রশাসকই।