এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ড্রোন উড়িয়ে জমাভূমি উদ্ধারে প্রশাসন

Published on: May 21, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২১ মেঃ ড্রোন উড়িয়ে বহরমপুরের জলাভূমি, পুকুর উদ্ধারে নামল জেলা প্রশাসন।বহরমপুরে  অবৈধ ভাবে পুকুর, জলাভূমি ভরাটের অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরেই । এই নিয়ে রাস্তাতেও নেমেছেন শহরের বিভিন্ন নাগরিক সংগঠন।

এবার খোদ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল ” পুষ্করিনী পুনরুদ্ধার ” নামের নতুন উদ্যোগ। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের ভূমি ও ভূমিসংকার দপ্তর এই উদ্যোগ শুরু করল শুক্রবার।  কাজ শুরু হল বহরমপুর থেকে।

প্রশাসন সূত্রে জানা যায়, আপাতত  বহরমপুর পৌরসভার অধীনে যত গুলি মৌজা আছে প্রত্যেকটি জায়গায় জলাভূমি আয়তন খতিয়ে দেখা হবে । কোথাও কোন অনিময়ম  নজরে এলেই তৎখনাৎ ব্যবস্থা নেওয়া  হবে। শহর ও শহরতলীতে অবৈধ ভাবে যে জলাভূমি ভরাট করা হয়েছে সেগুলি পুনুরুদ্ধার করবে প্রশাসন।

শুক্রবার বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি চলে। উপস্থিত ছলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্তারা। কোথাও অবৈধ ভাবে জলাশয় ভরাটের প্রমাণ পেলেই তা পুনুরুদ্ধার করা হবে, জানালেন অতিরিক্ত জেলা শাসক অংশুল গুপ্ত ।

প্রশাসনের  এই পদক্ষেপে স্বতিতে পৌর এলাকার বাসিন্দারাও ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now