ডোমকল পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত সৌমিক হোসেন

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন : ডোমকল চেয়ারম্যানের পদ গেল সৌমিকের । দীর্ঘ টালবাহানার পর অবশেষে জট কাটল ডোমকল পৌরসভার। অনাস্থা প্রস্তাব এনে ভোটের মাধ্যমে চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করা হল সৌমিক
হোসেনকে। বৃহস্পতিবার ডোমকল পৌরসভায় ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকির ডাকা তলবি সভায় ১৫ জন কাউন্সিলার চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসেন। কাউন্সিলারদের অনাস্থা ঘিরে ভোটে চেয়ারম্যান পদ
থেকে সরিয়ে দেওয়া হল সৌমিক হোসেনকে। এদিন সকাল থেকেই ডোমকল পৌরসভা চত্বর সরগরম থাকে। দফায় দফায় চলে পুলিশের নাকা চেকিংও। যদিও এদিন অনাস্থা ভোটে ভাইস চেয়ার ম্যান সহ কাউন্সিলারদের মুখোমুখি হন নি সৌমিক হোসেন। ডোমকল পৌরসভায় মোট ২১ জন কাউন্সিলারের মধ্যে সৌমিক হোসেন সহ ৬ জন এদিন অনুপস্থিত ছিলেন। বাকি ১৫ জন কাউন্সিলারের সম্মতিতে চেয়ারম্যান পদ খোয়ালেন সৌমিক। মূলত সৌমিক হোসেনের কর্ম কাণ্ড ও দুর্ব্যবহারের জেরেই তার বিরুদ্ধে অনাস্থা আনতে বাধ্য হয়েছেন এমনটাই জানিয়েছেন ভাইস চেয়ারম্যান।