এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ডোমকল থেকে রাজ্যে নবম, বাবাকে জড়িয়ে ধরে চোখে জল ডোমকলের বর্ষার

Published on: June 3, 2022

মাধ্যমিকে রাজ্যের  মেধাতালিকায়  এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে ডোমকল বালিকা বিদ্যাপীঠের ছাত্রী মেমরি মিম জামান । প্রাপ্ত নম্বর  ৬৮৫ । রাজ্যে নবম হয়েছে মেমরি।  লকডাউনে স্কুল বন্ধ থাকায় নিজেই পড়াশোনা চালিয়েছিল সে । অফলাইন অনলাইন মিশিয়ে চলেছে টিউশন। পাড়ার সকলে বর্ষা নামেই ডাকে মেধাবী এই পড়ুয়াকে।  মেমরি মিম জামান জানিয়েছে, বড় হয়ে চিকিৎসক হতে চায় সে। চলছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা।

মেয়ের রেজাল্টে খুব খুশি বাবা কামরুজ্জামান। জলঙ্গীর দেবীপুর হাইস্কুলের শিক্ষক কামরুজ্জামান বলেন, “মেয়ের রেজাল্ট নিয়ে আশাবাদী ছিলাম আমরা”। জেলায় মাধ্যমিকে মেয়েদের মধ্যে সবথেকে বেশি নম্বর পেয়েছে মেমরিই। মেমরির কথায়, ” খবর শুনে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। বাবাকে জড়িয়ে ধরেছিলাম”।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now