মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৬ এপ্রিলঃ ভোটের মুখে এক ব্যক্তির নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ডোমকলে।
বৃহস্পতিবার রাত্রি থেকে নিখোঁজ ডোমকলের লস্করপুরের বাসিন্দা , বছর আটত্রিশের লালন মন্ডল। স্ত্রী হাসিনা বিবির অভিযোগ, পূর্বপরিচিত নাসির মন্ডল রাত্রে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় লালনকে। তারপর থেকেই বাড়ি ফেরেনি সে। বন্ধ মোবাইল ফোনও।
পরিবারের দাবি, বাড়ি থেকে কাছেই খোসালপুরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা হাজেকুল সেখের বাড়ির কাছে রক্তের দাগ দেখতে পেয়েছেন স্থানীয়রা। বোমা বিস্ফোরণ ঘটেছে বলে পরিবারের অনুমান। সাথেই আশঙ্কা, মৃত্যু হয়েছে লালনের। তবে কোন বিস্ফোরণের চিহ্ন মেলেনি। মেলেনি কোন মৃতদেহের খোঁজও।
সিপিআই(এম) নেতা নারায়ণ দাসের দাবি, তৃণমুলের নেতা হাজেকুল সেখের বাড়ির কাছে বোমা বাঁধা হচ্ছিল। সেখেনে রাত্রি এক’টা নাগাদ বিস্ফোরণ ঘটে। এরপর থেকেই নিখোঁজ ওই ব্যক্তি। এলাকার মানুষের আশঙ্কা বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। নির্বাচনে সন্ত্রাস করর জন্যই বোমা বাঁধা চলছিল।
তৃণমূল নেতা হাজেকুল সেখ যদিও ঘটনা নিয়ে কোন মন্তব্য করতে চান নি।