এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ডোমকলে বোমায় উড়ে গেল হাত ! প্রাণ গেল এক যুবকের, হাসপাতালে এক Domkal Case

Published on: July 5, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ডোমকলে বোমা বাঁধার সময় ঘটল দুর্ঘটনা। সোমবার রাতে ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বঘাড়পুর রমনা মণ্ডলপাড়া এলাকার মাঠের মধ্যে বাঁধা হচ্ছিল বোমা। সেই সময় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় সিরাজুল শেখ নামের এক ব্যক্তির। মৃত ব্যক্তির বয়স ২৭বছর । আহত হয়েছেন আরও এক জন। হাসপাতালে ভর্তি করা হয় আহতকে । আহত যুবক নাজবুল শেখের হাত বোমায় উড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। রাতে পাটের জমিতে বাঁধা হচ্ছিল বোমা । কেন বাঁধা হচ্ছিল বোমা ? জড়িত ছিল কারা ? তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now