ডোমকলে উদ্ধার বিরল এই পাখি – কালিম পাখি – western swamphen

Published By: Madhyabanga News | Published On:

ডোমকলে উদ্ধার হল বিরল প্রজাতির পাখি -কালিম পাখি- western swamphen ।   দিন চারেক  ডোমকলের বর্তনাবাদের বাসিন্দা মুরসালিম মন্ডল এর বাড়ির পেছন থেকে একটি পাখি উদ্ধার হয়। প্রথমে ময়ুর ভেবে পাখিটিকে ধরে খাচায় আটকে রাখা হয়। পরে জানা যায়, এটি কালিম পাখি।

বিরল কালিম পাখিটিকে উদ্ধারের পর নিজের কাছেই রাখতে চেয়েছিলেন উদ্ধারকারীরা । তবে বন দপ্তর এবং স্থানীয় প্রশাসনের কাছে খবর যায়। বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় পাখিটিকে। কালিম পাখি একরকম বুনো জলচর পাখি। এর ইংরেজি নাম Purple Swamphen, বৈজ্ঞানিক নাম: ‘Porphyrio porphyrio।

ছবিঃ ইন্টারনেট