ডেভিড আর অধীর- মিলিয়ে দিলেন বিধান রায়

Published By: Madhyabanga News | Published On:

দুই নেতা দুই দল, মিলিয়ে দিলেন এক চিকিৎসক। চিকিৎসক দিবসে দুই শহরে দুই নেতাকে মিলিয়ে দিলেন বিধান চন্দ্র রায়। বিধান চন্দ্র রায়ের জন্মদিবসে চিকিৎসক দিবসে কর্মসূচি নিলেন দুই দলের দুই নেতা। একজন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী, অন্যজন কান্দীর বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিড।

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তরফে ডাঃ বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধারঘ জানানো হয় এদিন সকালে । শ্রদ্ধা  জানান বহরমপুরের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেস নেতা কর্মীরা। সভায় বক্তব্য রেখে ডাঃ বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানান অধীর। এর পর তিনি যান কান্দী। সেখানে কংগ্রেসের আহ্বানে হয় রক্তদান শিবির।

অন্যদিকে বৃহস্পতিবার কান্দি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে ডঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় । এই বিশেষ দিনে হয় রক্তদান শিবির শিবির। স্বেচ্ছায় রক্তদান করলেন অসংখ্য মানুষ। রক্তের সংকট মেটাতে এই শিবির ঘিরে উচ্ছ্বসিত ছিলেন সকলেই। এই শিবিরে উপস্থিত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান অপূর্ব সরকার।