DYFI এর এসপি অভিযান ঘিরে ধুন্ধুমার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়

Published By: Madhyabanga News | Published On:

 

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর এসপি অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধলো বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে।  পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে,  রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ কান্ডে যুক্তদের খুঁজে বের করে দোষিদের শাস্তি দিতে হবে, সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর মিথ্যা মামলা দেওয়া চলবে না ইত্যাদি দাবিতে বৃহস্পতিবার এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআইয়ের মুর্শিদাবাদ জেলা সংগঠন।  সেই অভিযান ঠেকাতে সকাল থেকে পুরনো কালেকটরেট মোড় থেকে গীর্জার মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছিল পুলিশ। বিএসএনএল অফিসের সামনে লোহা ও কাঠের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানোর ব্যবস্থাও ছিল পুলিশের পক্ষ থেকে। এদিন বেলা বারোটার সময়  এই অভিযানের ডাক দেওয়া হলেও বৃষ্টির জন্য পিছিয়ে যায় কর্মসূচি। বেলা দুটো নাগাদ তাঁদের পূর্ব সূচী অনুযায়ী জেলা দফতর থেকে বাম যুব কর্মীদের মিছিল টেক্সটাইল কলেজ  মোড়ে পৌঁছালে পুলিশ তাঁদের পথ আটকায়। পুলিশের বাধা টপকে এগিয়ে যান বাম যুব কর্মীরা। তখনই পুলিশ ও যুব কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শেষমেশ এসপি অভিযান বন্ধ রেখে ব্যারিকেডের সামনেই সভা করেন যুব কর্মীরা। সেখানে সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বও।